
ইউক্রেনে তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।
একই সাথে কিয়েভকেও অস্থায়ী যুদ্ধবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেন যদি এই সময়ের মধ্যে হামলা করার পদক্ষেপ নয়ে তাহলে রুশ সেনাবাহিনী যাথযথ প্রতিক্রিয়া দেখাবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন উৎসর্গকরী দেশপ্রেমিকদের স্মরণে ৮০তম বার্ষিকী উদযাাপন করবে রাশিয়া।